মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সুন্দরবনে পাঁচ কুমির স্যাটেলাইটে ১,০৪৬ কিমি ঘোরাফেরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫, ১৩:০৫

ছবি: সংগৃহীত

সুন্দরবনে পাঁচটি কুমির পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, আর তারা ঘুরেছে মোট প্রায় ১,০৪৬ কিলোমিটার নৌপথ। এই গবেষণায় জুলিয়েট ১৪৫, মধু ১৭০, পুটিয়া ২০৪, হারবারিয়া ৫১ এবং জোংড়া ৪৭৩ কিলোমিটার ঘুরেছে। কিন্তু লবণাক্ত পানির কারণে ট্রান্সমিটারগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, ফলে বন বিভাগের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

গবেষণায় দেখা গেছে, কুমিরগুলো দিনে দেড় থেকে দুই কিলোমিটার এলাকায় ঘোরাফেরা করে। জোংড়া নামে একটি কুমির সুন্দরবনের বাইরে বাগেরহাট, বরিশাল ও পিরোজপুরেও ঘুরে আবার সুন্দরবনে ফিরেছে।

আইইউসিএনের বাংলাদেশ দল এই প্রকল্পের নেতৃত্ব দিয়েছে, যেখানে কুমিরের জীবনাচরণ, অধিক্ষেত্র, বিতরণ এবং ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রথমবারের মতো নোনাপানির কুমিরের ওপর স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপন করে তাদের চলাচল ও অধিক্ষেত্রের বিষয়ে নতুন ধারণা মিলেছে, যা ভবিষ্যতে সুন্দরবনের সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কাজে লাগবে।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top