বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ আইনি হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন: এনসিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৭:৫৭

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি— এনসিপি জানিয়েছে, জুলাই সনদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীন সফরে যাওয়ার আগে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংস্কার পাশ কাটালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এনসিপি চায় জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে গণপরিষদ ও আইনসভা নির্বাচন।

নাহিদ ইসলাম জানান— চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল পাঁচ দিনের জন্য চীন সফরে যাচ্ছে। মূল লক্ষ্য দুই দলের মধ্যে রাজনৈতিক মিশন ও ভিশন আদান-প্রদান।

তিনি আশা প্রকাশ করেন— এই সফর দুই দেশের সরকার ও জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। সফরকালে বাংলাদেশি প্রবাসীদের সাথেও দেখা করার পরিকল্পনা রয়েছে এনসিপির।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top