রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

ফেসবুক-ইউটিউবে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল, ইলিয়াসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৪:৩৪

ছবি: সংগৃহীত

সাংবাদিক ইলিয়াস হোসাইন সম্প্রতি ফেসবুকে অভিযোগ করেছেন— অনেকেই ফেসবুক ও ইউটিউব খুলে হেড অব নিউজ সেজে নিজেদেরকে সাংবাদিক দাবি করে যাচ্ছেন।

ইলিয়াস বলেন, আমি সারা দিনে একবারও বলি না আমি সাংবাদিক। কিন্তু ২০১২ সালে দেশ সেরা অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কারও পেয়েছি। তবে এরা হেড অব নিউজ সেজে ব্যবসায়ী ও রাজনীতিবিদদের ব্ল্যাকমেইল করে লাখ লাখ ডলারের মালিক হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, কয়েক বছর আগে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছিল এই কিছু মানুষ। ক্ষমা চেয়েও আবার তারা চাঁদাবাজি শুরু করেছে। বর্তমানে আমেরিকায় ২-৩ বাড়ির মালিক ও নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন তারা।

ইলিয়াস হোসাইন সতর্ক করেছেন—যদিও তিনি এসব নিয়ে মুখ খোলেন না, তবু এসব চোরাচালান ও চাঁদাবাজি চলছে প্রতিনিয়ত। তিনি একটি পুরনো ভিডিও লিংকও শেয়ার করেছেন, যা দেখে বোঝা যাবে কতটা পবিত্র চাঁদাবাজ এই ব্যক্তি বা গোষ্ঠী।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top