সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নুরের অবস্থার উন্নতি, শিগগির আইসিইউ থেকে কেবিনে নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৬:৫৯

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান—নুরের নাক, চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখে ইঞ্জুরি আছে। তবে চিকিৎসা চলছে এবং আশা করা যাচ্ছে তিনি ১ সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন।

রাজধানীর বিজয়নগরে আহত নুরের জন্য ভিভিআইপি ১ নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন।

শুক্রবার রাতে বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে নুর সহ অন্তত ৫০ জন আহত হন। বর্তমানে তিনি আইসিইউ ৯ নম্বর বেডে চিকিৎসাধীন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top