সংস্কারবিহীন হলে পরিণতি নুরের মতো হবে: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৫, ১৮:০৩

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাবেক ভিপি নুরের ওপর আক্রমণ একটি সতর্কবার্তা। আমাদের সংস্কার না করলে আমাদের পরিণতিও নুরের মতো হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘উঠানে নতুন সংবিধান’ বৈঠকে আরও বলেন, বিগত ১৭ বছর বিএনপি ও আওয়ামী লীগের বিরোধীদের বিরুদ্ধে যেসব দমন-নিপীড়ন হয়েছে, তার পুনরাবৃত্তি রোধ করতে হবে।
হাসনাত আব্দুল্লাহ জামায়াতে ইসলামীর অতীত ও তাদের বিরুদ্ধে হওয়া জুলুমের জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে বলেন, গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধ থেকে সহিংসতা ছাড়া দেশ পরিচালনা করতে হবে।
তিনি জানান, এনসিপি শুধু নির্বাচনের দাবিতেই নয়, বিচার ও সংস্কারের জন্যও কাজ করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেষ্ট হতে হবে।
বিষয়: renovation consequence
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।