রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ কেলেঙ্কারি: দুদকের হাতে ২৩ বস্তা আলামত জব্দ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮

ছবি: সংগৃহীত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ ও অর্থপাচারের সঙ্গে জড়িত দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যে চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা এলাকার সিকদার বাড়ি থেকে ২৩ বস্তা আলামত জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে এসব আলামত উদ্ধার করা হয়। দুদক জানিয়েছে, জব্দ করা বস্তাগুলোতে বিদেশে সম্পদ ক্রয়ের নথি, বিল পরিশোধের কাগজপত্র ও ভাড়া আদায়ের প্রমাণপত্রসহ বিভিন্ন ডকুমেন্টস রয়েছে।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, রিমান্ডে পাওয়া তথ্য অনুযায়ী আগে থেকেই কিছু আলামত সরিয়ে ফেলা হয়েছিল। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অনুসন্ধান চালিয়ে একটি ছোট বাসা থেকে ২৩ বস্তা আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে, ১৭ সেপ্টেম্বর দুদকের টিম জাবেদের দুই ঘনিষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, উৎপল পাল দীর্ঘদিন ধরে জাবেদের বিদেশে সম্পদ তৈরি ও দেখাশোনার দায়িত্বে ছিলেন এবং অর্থপাচার প্রক্রিয়ার মূল হোতা হিসেবে কাজ করতেন। অন্যদিকে আব্দুল আজিজ জাবেদের সম্পত্তি কেনাবেচা, ভাড়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।

গত ২৪ জুলাই দুদক জাবেদসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, ইউসিবিএল ব্যাংকের চট্টগ্রাম বন্দর শাখায় নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ২৫ কোটি টাকার টাইম লোন অনুমোদন করিয়ে বিদেশে পাচার করা হয়। এ ঘটনায় জাবেদের স্ত্রী, বোনসহ ব্যাংকের সাবেক পরিচালকরা আসামি করা হয়েছে।

দুদক বলছে, প্রাথমিক তদন্তে জব্দ করা ল্যাপটপ ও মোবাইল থেকেও বিপুল তথ্য মিলেছে। এগুলো ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top