ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় নগরজীবন বিপর্যস্ত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তি চরমে উঠেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত সোমবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে।
এই বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, বংশালসহ বেশ কিছু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এছাড়া পশ্চিম তেজতুরী বাজার, ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ ও মতিঝিলের রাস্তায়ও জলাবদ্ধতা দেখা গেছে।
ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিসান হুসাইন জানান, বৃষ্টির কারণে সকালে সময়মতো বের হতে পারেননি। রাস্তায় রিকশা না পাওয়ায় বিপাকে পড়তে হয়েছে। আর যে কয়েকটি রিকশা পাওয়া যাচ্ছে, তারা অতিরিক্ত ভাড়া দাবি করছেন।
ধানমন্ডির বাসিন্দা তানভীর হোসেন বলেন, অনেক জায়গায় গাড়ি পানিতে আটকে পড়েছে। বিশেষ করে ধানমন্ডি ২৭ নম্বরে বৃষ্টির মধ্যে একাধিক গাড়ি আটকে থাকতে দেখা গেছে।
আজিমপুরের স্কুলশিক্ষার্থী রিফাত আরা জানান, সাধারণত ৩০ টাকার ভাড়া হওয়া রিকশার জন্য ১০০ টাকা দিতে হয়েছে। তবুও সহজে রিকশা পাওয়া যাচ্ছে না।
সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-
-
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়,
-
ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়,
-
রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।