ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন আজ

জান্নাত শ্রাবণী | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ১৫:০৫

ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত

আজ ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের জন্মদিন। ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি কলকাতার অদূরে নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস বর্ধমান এর চুপী গ্রামে।

মধ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বুদ্ধি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী। তিনি ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম কবি।

প্রথম জীবনে তিনি মাইকেল মধুসূদন দত্ত, অক্ষয় কুমার বড়াল প্রমুখের দ্বারা প্রভাবিত হন। পরে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুসারী হলেও তিনি স্বতন্ত্র হয়ে ওঠেন।

বাংলা সাহিত্যে যিনি ছন্দের যাদুকর বলে আখ্যায়িত। তার কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহার অভূতপূর্ব। দেশাত্মবোধ, মানবপ্রীতি, ঐতিহ্যচেতনা, শক্তিসাধনা প্রভৃতি তার কবিতায় ছন্দের মাধ্যমে প্রকাশ হয়েছে।

বাংলা শব্দের সঙ্গে আরবি-ফার্সি শব্দের সমন্বিত ব্যবহার দ্বারা বাংলা কাব্যভাষার শক্তি বৃদ্ধির প্রাথমিক কৃতিত্ব সত্যেন্দ্রনাথ দত্তের। অনুবাদের মাধ্যমে তিনিই বিশ্বের কাব্যসাহিত্যের সঙ্গে বাংলার যোগাযোগ ঘটান।

মাত্র চল্লিশ বছর বয়সে ১৯২২ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে কবি সত্যেন্দ্রনাথ দত্ত না ফেরার দেশে পাড়ি জমান।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top