বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

আজ বিশ্ব ডাক দিবস

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

সংগৃহীত

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। “জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

‎সকালে ঢাকার ডাক ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শুধু বার্তা প্রেরণ নয়, ডাক বিভাগ এখন অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও জনসেবার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আগামী দিনে প্রযুক্তিনির্ভর ডাক সেবা দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাবে।”

‎এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সার্ভিস চালু করা হবে। এই ব্যবস্থায় নিরাপদভাবে বিদেশ থেকে ভোট পাঠানো যাবে তিনটি খামের মাধ্যমে।

‎দিবস উপলক্ষে আগামীকাল থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

‎বিশ্ব ডাক দিবসের ইতিহাস ১৮৭৪ সালের ৯ অক্টোবর থেকে। সেদিন সুইজারল্যান্ডের বার্নে প্রতিষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক ডাক ইউনিয়ন।  পরবর্তীতে ১৯৬৯ সালে টোকিও কংগ্রেসে সিদ্ধান্ত হয়, প্রতি বছর ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হবে।

‎বিশ্ব ডাক দিবসের মাধ্যমে ডাক বিভাগের দীর্ঘ ঐতিহ্য, আধুনিক সেবায় রূপান্তর ও বৈশ্বিক যোগাযোগে ডাক ব্যবস্থার ভূমিকা স্মরণ করা হয়। সময়ের পরিবর্তনে চিঠি লেখার অভ্যাস কমে গেলেও ডাক সেবার গুরুত্ব আজও অমলিন— কারণ এটি এখন ই-কমার্স, আর্থিক লেনদেন ও ডিজিটাল কানেক্টিভিটির অপরিহার্য অংশ হয়ে উঠেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top