বৃহঃস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

নির্বাচন ঘিরে আনসার-ভিডিপির সাড়ে ৪০০ কোটি টাকার চায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৯

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি জোরদার করছে সরকার। প্রশাসন ও পুলিশের পর এবার বাড়তি অর্থ চেয়েছে আনসার ও ভিডিপি। সংস্থাটি নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য অস্ত্র, গোলাবারুদ ও ইউনিফর্ম কেনায় সাড়ে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আনসার-ভিডিপির এই অর্থ চাওয়ার আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যুক্তি হিসেবে সংস্থাটি বলছে, আসন্ন নির্বাচনে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপির ৬ লাখ সদস্য। তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা সামগ্রী, পোশাক ও প্রশিক্ষণ সামগ্রী কেনা প্রয়োজন।

এর আগে নির্বাচনকে সামনে রেখে ডিসি ও ইউএনওদের জন্য ২০০ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি পুলিশের জন্য কেনা হচ্ছে প্রায় ৪০ হাজার বডি ক্যামেরা। এসব ব্যয়ের প্রেক্ষাপটে এবার আনসারের অর্থ চাওয়াও আলোচনায় এসেছে।

তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এমন বড় ব্যয়ের বিষয়ে সংযমের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ আলী বলেন,

“অত্যাবশ্যকীয় জিনিস প্রতিস্থাপন করা যেতে পারে, কিন্তু বিলাসিতার জন্য একটার বদলে দুইটা গাড়ি কেনা বর্তমান আর্থিক সংকটের প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত নয়।”

অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন,

“সরকারি অর্থ কোনো দান নয়—এটা জনগণের ট্যাক্সের টাকা কিংবা ভবিষ্যৎ প্রজন্মের ঋণের বোঝা। তাই এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সরকারি ব্যয়ে সাশ্রয় নিশ্চিত করা।”

চলতি অর্থবছরের বাজেটে আনসারের অস্ত্র, গোলাবারুদ, পোশাক, যানবাহন, নিরাপত্তা সামগ্রী ও প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে ২০৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। সেটি পুনর্গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার আইন, বিধি ও প্রশাসনিক কাঠামো সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন, সংস্কার প্রক্রিয়া টেকসই করতে হলে ব্যয়ে অতিরিক্ততা নয়, কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top