রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শাহজালাল কার্গো অগ্নিকাণ্ড: ২৫০ কারখানার ক্ষতির আশঙ্কা, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৮:৫১

সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন দেশের রপ্তানিকারকরা। তৈরি পোশাক, পচনশীল পণ্য, এমনকি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।

তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান আশঙ্কা প্রকাশ করেছেন, এই ঘটনায় প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের জন্য সংগঠনগুলো তাদের সদস্যদের কাছে তথ্য চেয়েছে।

সবজি ও ফলমূল রপ্তানিকারকরাও এই পরিস্থিতিতে দুশ্চিন্তায়। বিএফভিএপিইএ সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন, যাতে পাইপলাইনে থাকা পচনশীল পণ্যগুলো নষ্ট না হয়।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)-কে সভাপতি করে গঠিত এই কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরূপণের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশমালা তৈরি করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top