খালি থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভূখা মিছিল’ শিক্ষা ভবন অভিমুখে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৬

ন্যায্য অধিকার আদায়ে এবার এক অভিনব প্রতিবাদে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকেরা। বছরের পর বছর ধরে চলা বঞ্চনার প্রতিবাদে আজ, রোববার, শিক্ষকেরা ঘোষণা করেছেন ‘ভূখা মিছিল’-এর। খালি থালা-বাটি হাতে তারা শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করবেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, তারা জাতি গড়ার কাজ করেও নিজেদের জীবনে মর্যাদা ও স্বীকৃতি পাননি। শুধু প্রতিশ্রুতিতেই কেটে গেছে বছরের পর বছর।
শিক্ষকদের এই আন্দোলন এক সপ্তাহ পার করেছে। তিন দফা দাবির পাশাপাশি তারা ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতার দাবিতে অটল। গতকাল, শনিবার, তারা কালো পতাকা মিছিল করেন এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা রাস্তায় ঘুমিয়ে আন্দোলন করলেও কেউ শুনছে না। শিক্ষকদের বিক্ষোভে যোগ দিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, শিক্ষকদের রাস্তায় থাকা জাতির জন্য লজ্জার।
শিক্ষকেরা বলছেন, মন্ত্রী-আমলারা পুরো বাড়ি পেলেও তারা ন্যায্য বাড়িভাড়াটুকু পাচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিষয়: hunger march
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।