বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মেট্রো রেলের পথচারী নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে চাকরি দেওয়া হচ্ছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত পথচারী আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার (পিয়া) এই মাসেই মেট্রো রেলে চাকরিতে যোগদান করবেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ আইরিন আক্তারের জন্য তিনটি পদ বিবেচনা করছে। এসব পদ ১৬তম গ্রেডের এবং মাসিক বেতন ৪০ হাজার টাকার বেশি।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, আইরিন আক্তারের স্নাতক পরীক্ষা এখনো সম্পন্ন হয়নি। তাই উচ্চমাধ্যমিক পাসের সনদ দিয়ে তিনটি পদের মধ্যে যে কোনো একটি পদে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে। সম্ভাব্য পদগুলো হলো:

  • টিকিট মেশিন অপারেটর (টিএমও): স্টেশনগুলোয় কাচঘরের ভিতরে টিকিট বিক্রি এবং রিচার্জের কাজ।

  • কম্পিউটার অপারেটর: মূলত ডিএমটিসিএলের প্রধান কার্যালয়ে কাজ করবে, স্টেশনে কিছু কাজও থাকবে।

  • কাস্টমার রিলেশন সহকারী: স্টেশন ভিত্তিক এই পদেও কাজ করা হবে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, আইরিন আক্তারের কাছ থেকে আবেদনপত্র গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র জারি করা হবে। ভবিষ্যতে যদি তিনি স্নাতক পাসের সনদ জমা দেন, তবে উচ্চতর পদে নিয়োগ দেওয়া হবে, যা মাসিক ৮০ হাজার টাকার বেশি বেতন সহ হবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “নিহত আবুল কালামের পরিবারকে যতভাবে সহায়তা করা যায়, আমরা তা করব। আইরিন আক্তারের চাকরি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আমরা মহামান্য আদালতের নির্দেশও মেনে চলব। আর কোনো মানুষের প্রাণ যেন এভাবে নষ্ট না হয়, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, আইরিন আক্তার নারায়ণগঞ্জের সোনারগাঁ মহিলা কলেজে ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়ন করেছেন, তবে স্নাতক পরীক্ষা শেষ করতে পারেননি। ইতিমধ্যে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়েছে এবং আরও কিছু আর্থিক সহায়তা প্রদানের জন্য চেষ্টা চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top