জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৭
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডা. রুযিযার ললটযের সঙ্গে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, শেখ হাসিনার রায় পরবর্তী পরিস্থিতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা বলেন, “নির্বাচন কমিশন যে কোনো তারিখ নির্ধারণ করুক, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে কঠোর হস্তে দমন করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, অপরাধের মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং জনগণ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান ও জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন উপস্থিত ছিলেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।