উৎসবমুখর নির্বাচনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাইলেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩৮
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
ড. ইউনূস বলেছেন, দেশবাসীর কাঙ্ক্ষিত ফেব্রুয়ারির নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে প্রয়োজন।
এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে সেনাবাহিনীর সময়োচিত ও সঠিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তা স্মরণ করিয়ে দেন। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তানসহ মোট ২৪টি দেশের ৩১১ জন সামরিক অফিসার সনদ গ্রহণ করেছেন।
কোর্স সম্পন্নকারী কর্মকর্তারাও জানিয়েছেন, তারা দেশ রক্ষায় এবং জাতীয় গুরুত্বপূর্ণ কাজ, যেমন: সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায়— তাঁদের অর্জিত জ্ঞান ও সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।
প্রধান উপদেষ্টার এই আহ্বান জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর ভূমিকাকে নতুন করে আলোচনার কেন্দ্রে এনেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।