বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

সাংবাদিক সোহেলকে তুলে নেওয়া খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৪৪

সংগৃহীত

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এবার মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এই বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি খোঁজ নিয়ে দেখবেন এবং তদন্তের পরই এ বিষয়ে মন্তব্য করবেন।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি সোহেল, প্রায় সাড়ে দশ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর সকালে বাসায় ফেরেন। ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ডিবি সদস্যরা তাঁকে জোর করে তুলে নিয়ে যায়, আসামির খাতায় নাম লেখে এবং তাঁকে গারদে রাখা হয়।

সোহেলের দাবি, সরকারের একজন উপদেষ্টার ইশারায় এবং ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসার সুযোগ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধেই তাঁকে আটক করা হয়েছিল। তিনি বলেন, এনইআইআর (NEIR) নিয়ে তাঁর মিডিয়া পরামর্শক থাকা একটি প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

সাংবাদিক সোহেল এই ঘটনাকে বাকস্বাধীনতার মগের মুল্লুক বলে মন্তব্য করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও, গভীর রাতে সাংবাদিককে তুলে নেওয়ার এই ঘটনায় গণমাধ্যম মহলে উত্তেজনা ছড়িয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top