গণতন্ত্রে ফিরতে হলে 'মব ভায়োলেন্স' ছাড়তে হবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:১৬
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে 'মব ভায়োলেন্স' বা জনরোষের সহিংসতা থেকে বেরিয়ে আসতে হবে। বুধবার গুলশানে একটি প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি জোর দেন যে, গণতন্ত্রের প্রধান শর্ত হলো অন্যের মতকে সহ্য করা। পিটিয়ে দেওয়া বা 'ভেঙে দাও, গুঁড়িয়ে দাও'— এই নীতি গণতন্ত্র নয়। গণতন্ত্রের মূলকথা হলো, জীবন দিয়ে হলেও অন্যের মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা।
ফখরুল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা জরুরি। বিচার বিভাগ, মিডিয়া এবং সংসদ যেন কার্যকর ও স্বাধীন হয়। তিনি আসন্ন নির্বাচন উপলক্ষে বিএনপির ওপর দায়িত্ব বাড়ছে বলেও উল্লেখ করেন।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে মব ভায়োলেন্স চলছে। তাঁর আশঙ্কা, এই ঘটনা বিশ্ব দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার চক্রান্ত হতে পারে। মির্জা ফখরুল স্পষ্ট করেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তিনি সকলকে নিয়ে একটি 'রেইনবো স্টেট' নির্মাণ করতে চান।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।