শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কি বাধ্য করা যাবে? প্রত্যর্পণ চুক্তি কী বলে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের আদালত এখন তাঁর প্রত্যর্পণের দাবিকে আরও জোরালো করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি তাঁকে বাংলাদেশে ফেরত দিতে বাধ্য হবে?
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছিল। ভারত আনুষ্ঠানিকভাবে এতদিন সেই অনুরোধ নিয়ে ছিল চুপ। তবে এবার রায় ঘোষণার পর দিল্লির ওপর চাপ বাড়বে।
দিল্লির কর্মকর্তারা মনে করছেন, প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকর ব্যবহার করে এই অনুরোধ নাকচ করার অজস্র সুযোগ ভারতের হাতে রয়েছে। চুক্তির মূল শর্ত হলো— অভিযোগটি যদি ‘রাজনৈতিক প্রকৃতির’ হয়, তবে সেই অনুরোধ খারিজ করা যাবে।
তবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম ও নির্যাতনসহ ফৌজদারি অভিযোগ থাকায়, রাজনৈতিক কারণে খারিজ করা কঠিন। কিন্তু চুক্তিতে আরেকটি শক্তিশালী ধারা আছে: যদি ভারত মনে করে 'অভিযোগগুলো শুধু ন্যায়বিচারের স্বার্থে, সরল বিশ্বাসে আনা হয়নি'— তাহলেও তারা অনুরোধ নাকচ করতে পারে।
দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন, ভারত হয়তো এই ধারাটি ব্যবহার করেই শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে। ফলে, তাঁর প্রত্যর্পণের সম্ভাবনা ক্ষীণ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।