'মব ভায়োলেন্স' নয়: রাফিয়ার পাশে ঢাবি শিক্ষিকা মোনামি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:১০
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধানমণ্ডিতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেত্রী উম্মে উসওয়াতুন রাফিয়া। তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এবার রাফিয়ার পাশে দাঁড়ালেন ঢাবি সহকারী প্রক্টর ও শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি।
মঙ্গলবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মোনামি স্পষ্ট জানান, রাফিয়াকে টার্গেট করার মূল কারণ হলো, তিনি দ্বিধা ছাড়াই নিজের ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে দৃশ্যমানভাবে ধারণ করেন।
শিক্ষিকা মোনামির মতে, যদি এই একই প্রতিবাদ কোনো নন-হিজাবি মেয়ের কাছ থেকে আসত, তবে তথাকথিত 'সুশীল সমাজ' তাকে সাহসী অবস্থান ও ক্ষমতায়নের উদাহরণ হিসেবে বাহবা দিত।
মোনামি আরও অভিযোগ করেন, উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের আচরণ ছিল সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অসম্মানজনক এবং নির্যাতনমূলক। কিন্তু রাফিয়ার সাহসী জবাবকেও নারীর ক্ষমতায়ন হিসেবে দেখা হচ্ছে না। কারণ তাঁর প্রতিবাদ আমাদের দেশে স্বীকৃত সংকীর্ণ ফেমিনিজমের সঙ্গে মেলে না। ঢাবি শিক্ষিকার এই মন্তব্য নারীর প্রতিবাদের ধরন এবং সমাজের দ্বিচারিতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।