বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি, ইসিকে চ্যালেঞ্জ এনসিপির!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৫

সংগৃহীত

আসন্ন নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনে (ইসি) গুরুত্বপূর্ণ আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের দাবি, বিএনপির প্রার্থীদের প্রচারণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করা নির্বাচনী বিধিমালার লঙ্ঘন।

বুধবার নির্বাচন ভবনে সংলাপ চলাকালীন এনসিপি'র যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা এই আপত্তি তোলেন। তিনি বলেন, বিধিমালা অনুযায়ী প্রার্থীর নিজের, প্রতীকের ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা যাবে না।

তিনি ইসিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, বর্তমানে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়া, অথচ প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। ইসি কীভাবে কঠোরভাবে এই বিধি প্রয়োগ করে বিএনপিকে বিরত রাখে, তা দিয়ে তাদের সক্ষমতা প্রমাণ হবে।

এনসিপি আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে। প্রথমত, দ্রুত ১৮ বছর পূর্ণ হওয়া তরুণ ও জেন-জিদের ভোটার করার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত, দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসিকে অবিলম্বে গণভোটের প্রক্রিয়া শুরু করতে হবে এবং জোটবদ্ধ হলেও প্রার্থীরা যেন নিজের দলের প্রতীক ব্যবহার করেন।তারেক রহমানের ছবি ব্যবহারের এই আপত্তি এবং ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা, নির্বাচনী পরিবেশকে নতুন করে উত্তপ্ত করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top