তারেক রহমানের জন্মদিনে কেন নীরব বিএনপি?
নির্যাতন পেরিয়ে ৬১: তারেক রহমানের লড়াই, নিরবচ্ছিন্ন শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১১:৩০
আজ ২০ নভেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।
তবে এবার তার জন্মদিন উদযাপিত হচ্ছে অত্যন্ত সংযত পরিবেশে। দলের নির্দেশনা অনুযায়ী, কেক কাটা, পোস্টার, ব্যানার লাগানো বা কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত থাকতে বলা হয়েছে। নেতাকর্মীরা দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছাকেই প্রধান মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।
তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে। ২০০১ সালের নির্বাচনে তিনি দেশব্যাপী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন। ২০১৬ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করলেও, দলীয় সূত্রে জানা গেছে, তিনি দ্রুতই দেশে ফিরে নির্বাচনের প্রচারে অংশ নেবেন।
জন্মদিনে দলের আনুষ্ঠানিকতা সীমিত থাকলেও, তারেক রহমানের প্রতি সমর্থকদের আশা, উচ্ছ্বাস আর শুভেচ্ছার বার্তা আজ ভিন্ন অর্থ বহন করছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।