বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ সম্ভব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৪

সংগৃহীত

মেট্রোরেল ব্যবহারকারীদের জন্য সুখবর। এখন থেকে যাত্রীরা ঘরে বসেই তাদের মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে একসাথে দুটি কার্ড রিচার্জ করা সম্ভব হবে।

রিচার্জ করার পর গ্রাহককে তার স্থায়ী কার্ডটি এডভ্যালু মেশিনে স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করার পর, কার্ডে থাকা টাকা শেষ না হওয়া পর্যন্ত আর আলাদা রিচার্জের প্রয়োজন হবে না। এতে যাত্রীদের লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় কমবে এবং ভোগান্তিও অনেক কমে যাবে।

এই সেবা পেতে চাইলে যাত্রীদের ডিটিসিএ-এর ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে থাকা লিংকের মাধ্যমে রিচার্জ সম্পন্ন করতে হবে। নতুন এই সেবা ২৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top