বৃহঃস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হবে ৩ ডিসেম্বর,পুরস্কার পাবেন ১০ সফল প্রতিবন্ধী ব্যক্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৫:৩৮

সংগৃহীত

৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী উদযাপিত হবে আগামী ৩ ডিসেম্বর। দিবসটি উদযাপন উপলক্ষে পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, পুরস্কারের মধ্যে রয়েছে—১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা ৩ জন ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করা ৩টি প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের সফল দুজন পিতা-মাতা এবং দুজন সফল কেয়ার গিভার।

প্রদত্ত তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানের উদ্বোধন সকাল ৯:৩০টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top