স্কুলে ভর্তির আবেদন শুরু কাল: লটারি হবে ১৪ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ১৮:২২
দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল, শুক্রবার (২১ নভেম্বর) থেকে। গত কয়েক বছরের মতো এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ৫ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। এরপর ১৭ থেকে ২১ ডিসেম্বর প্রথম পর্যায়ের ভর্তি চলবে। দুটি অপেক্ষমাণ তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বর এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর ভর্তি করা হবে।
আবেদনের সময় শিক্ষার্থীরা মহানগর পর্যায়ে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। সরকারি বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ ধরে ভর্তি নিশ্চিত করতে হবে। বিস্তারিত নিয়মাবলী টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। আগ্রহী অভিভাবক ও শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।