শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৪:৪৯

ছবি: সংগৃহীত

সারাদেশে অনুভূত ভূমিকম্পে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

 

শুক্রবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে তিনি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছান। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

 

এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পে আহত শিক্ষার্থী, নরসিংদীতে নিহত শিশুর পরিবারসহ ঢামেকে আসা অন্যান্য আহতদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন স্বাস্থ্য উপদেষ্টা।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৩৯ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুইজন ভর্তি আছেন এবং এক শিশু মৃত্যুবরণ করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top