প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার একান্ত আলাপ সেনাকুঞ্জে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এ আলাপ হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন।
তবে এই একান্ত আলাপচারিতায় কী বিষয়ে কথা হয়েছে— সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের বিরতিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।