২৪ ঘণ্টায় ৩ ভূমিকম্প: ঢাকা কাঁপলো আবারও, আতঙ্কে দিশেহারা জনতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৮:৩০
মাত্র ২৪ ঘণ্টা পেরোনোর আগেই রাজধানী ঢাকা আবারও কেঁপে উঠলো। শনিবার সন্ধ্যায় ৬টা ৫ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা পরপর তিনটি কম্পনের ঘটনা। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল জানা যায়নি।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও ৩ দশমিক ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। মজার বিষয় হলো, মৃদু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থলও ছিল নরসিংদীর পলাশ এলাকায়।
এই কম্পনগুলোর সূচনা ঘটেছিল গতকাল শুক্রবার সকালে। ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।
শুক্রবারের মাঝারি মানের ওই ভূমিকম্পে ভবন থেকে লাফিয়ে পড়ে ও মাথায় আঘাত পেয়ে সারাদেশে অন্তত ১০ জনের প্রাণহানি এবং ৪ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্ডিয়ান-বার্মা প্লেটের সংযোগস্থলে জমে থাকা শক্তি আনলক হতে শুরু করেছে। এই ঘন ঘন কম্পনগুলো ভবিষ্যতে একটি বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
পরপর এই তিনবারের ভূমিকম্পে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। কিন্তু মনে রাখতে হবে, পূর্বাভাস ছাড়া আসা এই দুর্যোগ মোকাবিলায় আতঙ্কিত না হয়ে মহড়ার মাধ্যমে সচেতনতা ও পূর্বপ্রস্তুতিই হলো সবচেয়ে জরুরি।
বিষয়: ভূমিকম্প

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।