শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে, শেখ হাসিনার পথে চলবেন না: বিএনপির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৯:০১

সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, গণভোটের 'হ্যাঁ' বা 'না' এবং আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি—কোনোটাই বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না এবং শেষ দিন পর্যন্তও পারবে না।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ বোঝে 'ওয়ান ম্যান ওয়ান ভোট' এবং মার্কা দেখে ভোট দেওয়া। তিনি জামায়াতের গত ১০ বছরের দৃশ্যমান রাজনৈতিক নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দেন—এখনো গণতন্ত্রবিরোধী একটি চক্র নির্বাচনকে বাধাগ্রস্ত ও বিলম্বিত করার চক্রান্তে সক্রিয় রয়েছে।

তিনি বলেন, জোরজবরদস্তিমূলক পদ্ধতিতে দাবি আদায়ের বা জনগণের ওপর অন্যের দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশীরা মেনে নেবে না।

আমীর খসরু সতর্ক করে বলেন, কারও দাবি থাকলে তা নির্বাচনী ইশতেহারে তুলে ধরে জনগণের কাছে যেতে হবে, অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা নয়। তিনি 'জোরজবরদস্তি করে শেখ হাসিনার পথে' না চলার আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষার স্বার্থে অনেক কিছু না মেনেও ধৈর্য ধরে সহনশীল রাজনীতির পথে হাঁটছে। কারণ, দেশের চূড়ান্ত সিদ্ধান্ত জনগণই নেবে—এই বিশ্বাস তাদের আছে।

৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যুদ্ধে অবশ্যই জিততে হবে, না হলে গণতন্ত্র হেরে যাবে, বাংলাদেশ হেরে যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top