রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

পঞ্চগড়ে জাঁকিয়ে শীত: তাপমাত্রা ১২ ডিগ্রিতে, বাড়ছে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭

সংগৃহীত

শীতের দাপট শুরু হয়েছে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। রোববার (২৩ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা এখন জেলার সর্বত্র স্পষ্ট। হিমেল বাতাস আর বাড়তি আর্দ্রতা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে। তবে ঘন কুয়াশা না থাকায় চলাচলে তেমন কোনো সমস্যা হচ্ছে না।

গতকাল শনিবারও তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি কমে যাওয়ায় শীতের অনুভূতি হঠাৎ করেই অনেক বেড়ে গেছে।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারীসহ অন্যান্য এলাকাতেও বইছে শীতল বাতাস। স্থানীয়রা এরই মধ্যে গরম পোশাক ব্যবহার করা শুরু করেছেন। বাজারেও উষ্ণ পোশাকের চাহিদা বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শুরু থেকেই উত্তরাঞ্চলে জাঁকিয়ে শীত পড়ার আশঙ্কা রয়েছে।

এই আগাম শীতে রিকশাচালক, দিনমজুর ও কৃষকদের মতো নিম্নআয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চগড় এবারও সবচেয়ে বেশি শীতপ্রবণ অঞ্চলের তালিকায় থাকবে। তাই শীত মোকাবিলায় সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top