স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৯:০২
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন।
চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি হঠাৎ সৃষ্ট কোনো জটিলতা নয়, বরং নিয়মিত কিছু শারীরিক জটিলতার ফলোআপ পরীক্ষার অংশ।
বিগত কয়েক বছর ধরে লিভারসহ নানা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত বিরতিতে পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন।
দলীয় নেতারা বলছেন, এটি মূলত নির্ধারিত সময়ের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করবেন বলে আশা করা যাচ্ছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।