মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে কি বসুন্ধরা মসজিদের মিনার হেলে গেছে? আসল সত্য জানুন!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৭

সংগৃহীত

গত ২১শে নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে সারা দেশে অনুভূত হওয়া ভূমিকম্পের পর, সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এই ভূমিকম্পে ঢাকার বসুন্ধরা ডি ব্লকের ইসলামিক রিসার্চ সেন্টারের একটি মসজিদের মিনার হেলে পড়েছে।

কিন্তু এই দাবিটি কি সত্যি? অনুসন্ধানে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মিনারটি মোটেও ভূমিকম্পে হেলে যায়নি! মিনারের ডিজাইনটিই এমন। গুগল ম্যাপের পুরোনো ছবিগুলো দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ২০১৩ সালে যখন মিনারটি তৈরি হচ্ছিল, তখনও এটি পাশের দেয়ালের সাথে লাগানো অবস্থায় ছিল।

ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, মুফতী আব্দুর রহমানও নিশ্চিত করেছেন, মিনারটি হেলে যাওয়ার দাবিটি সঠিক নয়। এটি আসলে এভাবেই ডিজাইন করে বানানো হয়েছে। সুতরাং, ভাইরাল হওয়া এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বসুন্ধরার এই মসজিদের মিনার হেলে পড়ার খবরটি একটি গুজব। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top