সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল:

সংস্কার মানে শুধু সংবিধান নয় বিভিন্ন খাতেই ব্যাপক পরিবর্তন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১২:২৫

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, রাষ্ট্রের বিভিন্ন খাতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এরই অংশ হিসেবে শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালত উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, বিচার বিভাগে যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্কার অবশ্যই বাস্তবসম্মত হওয়া উচিত উল্লেখ করে তিনি আরও বলেন, “অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো দুর্বল হয়ে যাচ্ছে কি না এ বিষয়েও সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

পাইলট প্রকল্প হিসেবে ঢাকা ও চট্টগ্রামে চালু হওয়া ই-পারিবারিক আদালত ব্যবস্থার মাধ্যমে: ভুক্তভোগীরা অনলাইনে মামলা করতে পারবেন,  পুরো বিচার প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন হবে, সময়, ভোগান্তি ও হয়রানি কমবে বলে আশা করছে সংশ্লিষ্টরা

এই উদ্যোগকে বিচারব্যবস্থার ডিজিটাল রূপান্তরের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপনি চাইলে এই প্রতিবেদনটি আরও সংক্ষিপ্ত, ব্রেকিং নিউজ ফরম্যাটে বা হেডলাইনসহ সাজিয়ে দিতে পারি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top