“সরকারে যোগ দেওয়ার পর ৪ দিন ছিল সবচেয়ে অস্বস্তিকর”
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:২৪
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সোমবার বিকেলে ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, সরকারে যোগ দেওয়ার পর তার চারদিন ছিল সবচেয়ে অস্বস্তিকর। তিনি বলেন, “অনেকেই আমাকে বলেছেন, আমি চুপ করে আছি কেন? আমি বলেছি, আমাদের কাজ তো কাজটা করা। সরকারে বসে শুধু বিবৃতি দেওয়া নয়।”
ফারুকী বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতারের প্রসঙ্গে জানান, তিনি পুলিশি পদক্ষেপের খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতি বোঝার জন্য ভিডিও ক্লিপও পাঠানো হয়। তিনি স্পষ্ট করেন, আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার বা সংস্কৃতি মন্ত্রণালয়ের নেই; এটি সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃত্ব।
তিনি আরও বলেন, সমালোচনার লক্ষ্যবস্তু প্রায়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, বরং তার নিজের কর্মকাণ্ড। ফারুকী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহ্য, বহুত্ব ও সামাজিক সম্প্রীতিকে উৎসাহিত করছে। তিনি উদাহরণ দিয়ে জানান, মন্ত্রণালয় লালনকে জাতীয়ভাবে উদযাপন করেছে এবং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের উৎসব উদযাপন করেছে।
ফারুকী সমালোচকদের উদ্দেশে বলেন, “আমি এই কাজটা করতে বাধ্য, কারণ শহীদেরা আমাকে এটি করার জন্য পাঠিয়েছে। আমি দুঃখিত যদি কেউ অস্বস্তিকর অনুভব করে। তবে সামনে আমাদের মন্ত্রণালয় আরও এমন কাজ করবে।”
ড্রোন শো প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী বড় ইভেন্টে এটি নতুন নর্মাল, এবং বাংলাদেশেও ইতোমধ্যে এটি বাস্তবায়িত হচ্ছে। ফারুকী আশা প্রকাশ করেন, দেশের মানুষ ধৈর্য্য ও সংযম প্রদর্শন করবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।