সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

রাজধানীতে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত: রাজউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, ঢাকা | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রায় ৩০০টির বেশি ছোট-বড় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম। সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

রাজউক চেয়ারম্যান বলেন, “সমন্বিতভাবে কাজ না করা গেলে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামলানো সম্ভব নয়।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান—সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিসসহ সব সংস্থাকে একত্রে কাজ করার জন্য।

তিনি আরও বলেন, যথাযথ নিয়ম মেনেই ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়, এবং রাজউকে ‘অর্থের বিনিময়ে কাজ হয়’—এমন ধারণা সঠিক নয়।

রিয়াজুল ইসলাম জানান, রাজউক নিজে কোনো ভবনের নকশা তৈরি করে না। বাড়িওয়ালা নিজ উদ্যোগে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে প্ল্যান তৈরি করে জমা দেন। সেক্ষেত্রে রাজউকের নিয়ম অনুসরণের দায়িত্বও সেই বাড়িওয়ালার। তারা নিয়ম না মানলে জরিমানা বা শাস্তির দায়ও তাদেরই বহন করা উচিত।

তিনি অভিযোগ করেন, “সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে কাজ করায় নগর ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top