সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

মাজার ভাঙা কি ধর্মীয় ফ্যাসিজম? কঠোর মন্তব্য ফরহাদ মজহারের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:০৫

সংগৃহীত

বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহার সাম্প্রতিক ঘটনাবলীকে 'ধর্মীয় ফ্যাসিজম' আখ্যা দিয়ে এক কঠোর মন্তব্য করেছেন। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফরহাদ মজহার বলেন, এখন আমরা আরেক ধরনের ধর্মীয় জাতিবাদ দেখছি। এটা কিন্তু ধর্মীয় ফ্যাসিজম। এই ধর্মীয় ফ্যাসিজম ৫ আগস্টের পরে মাজার ভাঙার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানে ব্যক্তির যে মর্যাদা, অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের বার্তা দেওয়া হয়েছিল, তা ক্রমাগত হরণ করা হচ্ছে।

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেফতার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফরহাদ মজহার মন্তব্য করেন, বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তিনি সরকারের কাছে দাবি জানান, যদি জনগণের কাছে তাদের অঙ্গীকার রক্ষা করতে হয়, তবে মানুষের ব্যক্তির মর্যাদা, কথা বলার ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে।

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বৃহস্পতিবার মানিকগঞ্জ থেকে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করা হয়। এ নিয়ে মানিকগঞ্জে বাউল ভক্ত ও তৌহিদী জনতার মধ্যে উত্তেজনাও সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা 'মিথ্যা মামলা' প্রত্যাহারের দাবি জানান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top