সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

কেন বাউলদের নিয়ে কথা বললেন না ফারুকী! জানালেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:১৫

সংগৃহীত

বাউল আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনার মুখে থাকা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অবশেষে মুখ খুলেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে তিনি পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

ফারুকী বলেন, আবুল সরকারকে গ্রেফতারের খবর জানা মাত্রই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরিস্থিতি যে একটি সংকটের দিকে যাচ্ছিল, তা বুঝতে পেরে তিনি চুপ ছিলেন। তিনি স্পষ্ট করেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ কোনো ক্ষমতা বা ভূমিকা নেই। যাবতীয় সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

তিনি উল্লেখ করেন, তাঁকে লক্ষ্য করে সমালোচনা হচ্ছে—কেন সংস্কৃতি মন্ত্রণালয় বাউলদের উপর অত্যাচারের ইতিহাস জেনেও লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করছে? জবাবে ফারুকী বলেন, মন্ত্রণালয় লালনকে জাতীয়ভাবে পালন করে এবং সাধুসঙ্গ বাড়ানোর মাধ্যমে 'বহুত্বের পক্ষে সাংস্কৃতিকভাবে অবস্থান' নিয়েছে। এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হয়েছে: আমরা তাদের সাথে আছি।

সমালোচনার আরেকটি দিক—'ড্রোন শো' নিয়েও তিনি ব্যাখ্যা দেন। তিনি বলেন, ড্রোন শো হলো এখনকার 'নিউ নর্মাল' এবং পৃথিবীর অনেক বড় ইভেন্টেও এটি যুক্ত হচ্ছে। সবশেষে, ফারুকী সবাইকে ধৈর্য এবং সংযম প্রদর্শনের অনুরোধ করেছেন। তিনি মনে করেন, ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতিই কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top