বিএনপি-জামায়াত মুক্ত তৃতীয় জোট আসছে: এনসিপির নেতৃত্বে নতুন বলয়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:৫১
আসন্ন নির্বাচনের আগে এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে 'তৃতীয় শক্তি' হিসেবে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া চলছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতৃত্বে ডিসেম্বরের মধ্যেই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
জানা গেছে, মূলত দীর্ঘমেয়াদে জুলাই সনদের বাস্তবায়ন এবং রাষ্ট্রের শাসনতান্ত্রিক সংস্কার নিশ্চিত করার লক্ষ্যেই এই জোট গঠিত হচ্ছে। এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-সহ মোট পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম এই জোটে একমত হয়েছে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয়ে ইতিবাচক দলগুলোকে নিয়েই এই নতুন রাজনৈতিক বলয় গড়ে তোলার আলোচনা চলছে। জোটটি সফল হলে দীর্ঘমেয়াদে সংস্কার নিশ্চিতে প্রেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সম্প্রতি নিশ্চিত করেছেন যে, জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে ভূমিকা রাখা দলগুলোকে নিয়েই এ জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। এই জোট আসন্ন জাতীয় নির্বাচনেও জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
এদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী সোমবার (২৫ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে জানান, ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজবিরোধী এই জোট দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। দেশের মানুষ শিগগিরই বিএনপি-জামায়াতের বাইরে নতুন একটি সংস্কারপন্থী জোট দেখতে পাবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।