বন্দর-এলডিসি: অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নেই, বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৭
দেশের কৌশলগত বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে কঠোর প্রশ্ন তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকারের দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করে দেওয়ার কোনো এখতিয়ার নেই। তিনি যুক্তি দেন, জনগণের ওপর এসব সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি প্রভাব রয়েছে, অথচ এমন একটি সরকার কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে যাদের গণতান্ত্রিক ম্যান্ডেট নেই।
তাঁর মন্তব্যের মূল ফোকাস দুটি—এক, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া; এবং দুই, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সূচি এগিয়ে আনা। তিনি মনে করেন, এই সিদ্ধান্তগুলো রুটিন কাজ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে বেঁধে ফেলার মতো কৌশলগত প্রতিশ্রুতি।
তারেক রহমান জোর দিয়েছেন যে, এই ধরনের কৌশলগত ধৈর্য ও জনগণের মতামতকে উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।