তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:১৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে তিনি এ তথ্য জানান।
নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সানাউল্লাহ বলেন, যেকোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না। পর্যবেক্ষকদের কোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পক্ষপাতিত্ব করার অনুমতি নেই। এছাড়া পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।
তিনি আরও জানান, বিদেশি নাগরিকরা দেশের সংস্থার হয়ে পর্যবেক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না; তাদেরকে নিজ দেশের আইন অনুযায়ী আবেদন করতে হবে। ভুয়া পর্যবেক্ষক শনাক্ত করার জন্য পরিচয়পত্রে কিউআর কোড ব্যবহার করা হবে।
সংলাপে অংশ নেওয়া পর্যবেক্ষক সংস্থাগুলি নিরাপদ ও অবাধ নির্বাচন, ভোটকেন্দ্রে প্রবেশাধিকার, পোস্টাল ব্যালট পর্যবেক্ষণ ও ভোটের তিন দিন আগে পরিচয়পত্র প্রদানসহ একাধিক সুপারিশ করেছেন।
২০২৩ সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিলের পর নতুন নীতিমালা জারি করা হয়েছে। গত জুলাইয়ে ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করা হয় এবং পরে ৮১টি সংস্থাকে নতুন করে নিবন্ধন দেওয়া হয়। নির্বাচনের আগে-ব পরে সেনাবাহিনী মোতায়েন, ভোটকেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিত করার জন্য সংস্থাগুলি পরামর্শ দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।