কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৮:৫৯
রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এই মুহূর্তে বস্তিটিতে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ১৯ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পরপরই সেখানে দ্রুত ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নেভাতে ধাপে ধাপে মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
আগুন লাগার প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের মূল লক্ষ্য হলো দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়া থেকে থামানো। অসহায় বস্তিবাসীর ঘরবাড়ি রক্ষায় চলছে দমকল বাহিনীর প্রাণপণ চেষ্টা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।