বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৬

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণভোট অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ ইতিমধ্যেই জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এই দিনে গণভোট সংক্রান্ত আটটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।

গণভোট সম্পর্কিত মূল তথ্যগুলো হলো:

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

সংসদ নির্বাচনের ভোটার তালিকাই গণভোটের জন্য ব্যবহার হবে।

দুই ভোটের সময়সীমা একই থাকবে।

দুটি আলাদা রঙের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ব্যবহার করা হবে।

নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই ভোটের দায়িত্বে থাকবেন।

গণভোটে একটি প্রশ্ন থাকবে; সম্মত হলে ‘হ্যাঁ’, না হলে ‘না’তে সিল দিতে হবে।

প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

দুই ভোটের গণনা একই সময়ে হবে এবং জাতীয় নির্বাচনের মতো গণনা পদ্ধতি ব্যবহার করা হবে।

গণভোট অধ্যাদেশ অনুযায়ী, এটি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ের উদ্দেশ্যে প্রণীত হয়েছে। অধ্যাদেশে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top