বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৩৯

সংগৃহীত

নরসিংদীতে বুধবার (২৬ নভেম্বর) পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সকালে বাসাইল রেলক্রসিং এলাকায় ৪৩ বছর বয়সী আবদুল্লাহ আল মামুন এবং বিকেলে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে ৭০ বছর বয়সী কাঞ্চন মিয়ার মৃত্যু ঘটে।

নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের মো. আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদী শহরের শাপলা চত্বর এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন এবং থার্মেক্স গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কারখানার উদ্দেশ্যে বের হওয়ার পর বাসাইল রেলক্রসিংয়ে তিনি নরসিংদী কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। পাশের লাইনে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহুরুল ইসলাম জানান, “নরসিংদী কমিউটার ও পারাবত এক্সপ্রেস ট্রেন দুটি একই সময়ে রেলগেট অতিক্রম করছিল। আবদুল্লাহ আল মামুনকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তিনি কোনো সাড়া দেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।”

অন্যদিকে বিকেলে আমিরগঞ্জ রেলওয়ে এলাকায় কাঞ্চন মিয়া পানির সরবরাহের কাজ করছিলেন। ঢাকার দিকে আসা একটি মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তিনি রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে এবং হাসনাবাদ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।

রেলওয়ে পুলিশ জানায়, দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top