থ্যাঙ্কস গিভিং উপলক্ষে দুই টার্কি মুরগিকে ক্ষমা করলেন ট্রাম্প
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১৮:৪৭
থ্যাঙ্কস গিভিং প্রথা অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে ‘গবল’ ও ‘ওয়াডল’ নামের দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন।
রোজ গার্ডেনে আয়োজিত হাস্যোজ্জ্বল পরিবেশের অনুষ্ঠানে ট্রাম্প মুরগি দুটিকে ডিনার টেবিলে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেন। নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা বিশাল সাদা পালকের মুরগি দুটির ওজন ছিল প্রায় ২৩ কেজি। ক্ষমা প্রদানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।
১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্য্যাঙ্কস গিভিংতে ডিনার টেবিলের জন্য বাছাই করা কিছু প্রাণীকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেছিলেন। ট্রাম্প অনুষ্ঠানকালে মজা করে বলেন, শুরুতে তিনি মুরগি দুটির নাম রাখতে চেয়েছিলেন ‘চাক’ ও ‘ন্যান্সি’, ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নামে নামকরণের ইচ্ছা প্রকাশ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।