শুরু হলো বিজয়ের মাস: স্বাধীনতার গৌরব, আত্মত্যাগ আর বাংলাদেশ
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮
শুরু হয়েছে আমাদের গৌরবের মাস—ডিসেম্বর। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার মাস বাঙালির বুকের ভেতর চিরন্তন গর্ব নিয়ে ফিরে আসে প্রতি বছর। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—এ মাসেই পেয়েছিল চূড়ান্ত বিজয়ের আলোকচ্ছটা।
শহীদদের আত্মত্যাগে পেলাম স্বাধীন দেশ
বাঙালির বহুদিনের স্বপ্ন বাস্তবেরূপ নেয় ১৯৭১ সালের ডিসেম্বরেই। শহীদদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র—বাংলাদেশ, পেয়েছি আমাদের লাল–সবুজের পতাকা। তাই ডিসেম্বর মানেই বাঙালি জাতিসত্তা, গৌরব, অহংকার আর বিজয়ের মাহেন্দ্রক্ষণ।
১৬ ডিসেম্বর—গৌরবের চূড়ান্ত বিজয়
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির চূড়ান্ত বিজয় আসে। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা জাতীয়তাবাদ সেদিন মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ের মধ্য দিয়ে পূর্ণতা পায়। বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।
বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ—ইতিহাসের জঘন্যতম অধ্যায়
এই মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি পাকিস্তানি হানাদারদের দোসর রাজাকার-আলবদর-আলশামসদের সহযোগিতায় দেশের শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার এই বর্বরতা মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্যতম অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে আছে।
মুক্তিযোদ্ধা ও যৌথবাহিনীর দুর্বার অগ্রযাত্রা
ডিসেম্বরের শুরুতেই মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ ও ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর ধারাবাহিক অভিযান পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করে তোলে। চারদিক থেকে পরাজয়ের খবর ছড়িয়ে পড়ে। অবশেষে ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয়।
অভ্যুদয়ের সেই মুহূর্ত
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আসে বাঙালির বহু প্রতীক্ষিত স্বাধীনতা—হাজার বছরের স্বপ্নের নিদর্শন। এই বিজয় শুধু একটি দেশের জন্ম নয়, এটি বাঙালির আত্মমর্যাদা, অস্তিত্ব আর সাহসের চিরন্তন প্রতীক।
বিজয়ের মাসে নতুন অঙ্গীকার
বিজয়ের মাস আমাদের শিখায় দেশপ্রেম, আত্মত্যাগ আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার।
স্বাধীনতার চেতনাকে ধারণ করে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ—এই প্রত্যাশা সকলের।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।