সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

মেট্রোরেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনার পর যাত্রী কমেছে ১০ শতাংশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৩

সংগৃহীত

মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর যাত্রী সংখ্যা গড়ে ১০ শতাংশ কমেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে সংখ্যা প্রায় চার লাখের আশপাশে রয়েছে। তবে তিনি নিশ্চিত করেছেন, গত ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, শুক্রবার ২৭ মিনিটের বিলম্বে ট্রেন চলাচল শুরু হয়। ভূমিকম্পের দিন দুটি সুইপার ট্রেন চালানোর কারণে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার আগে চলাচল শুরু হয়নি।

এছাড়া রোববার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সচিবালয় লাগোয়া স্টেশনে দুই বগির মাঝখানে ঝুলে থাকা এক শিশুকে উদ্ধারের কারণে মেট্রোরেল কিছুক্ষণ বন্ধ রাখা হয়। এমআরটি পুলিশের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা জানান, শিশুটি নিচে পড়ে যায়নি, কিন্তু ঝুলে যাওয়ায় তাকে উদ্ধার করতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। উদ্ধার কার্যক্রমের সময় সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখা হয়েছিল।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top