মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক ডা. দিলু আরা বেগম আর নেই

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. দিলু আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ডা. দিলু আরা বেগম দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের মৌলভীবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তিনি। ইসলামপুর উপজেলায় তিনিই ছিলেন প্রথম নারী এমবিবিএস চিকিৎসক। তৎকালীন সমাজবাস্তবতায় তার এই সফলতা এলাকার নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ ও চিকিৎসা পেশায় আগ্রহী হতে অনুপ্রাণিত করে।

চিকিৎসা পেশার পাশাপাশি ডা. দিলু আরা বেগম বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার মৃত্যুতে নিজ এলাকায়সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার গ্রিন রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ডা. দিলু আরা বেগম দীর্ঘদিন স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালন করেন এবং অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অ্যাডমিন) হিসেবে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top