খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার
এভারকেয়ার হাসপাতালে ব্যারিকেড, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন
স্টাফ রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কের এক পাশ বন্ধ করা হয়েছে এবং সেখানে ব্যারিকেড বসিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। র্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী হাসপাতাল প্রাঙ্গণে দায়িত্ব পালন করছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, অন্যান্য রোগী ও তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করায় তার নিরাপত্তার জন্য এসএসএফও মোতায়েন করা হয়েছে।
হাসপাতালের চতুর্থ তলায় একটি কেবিনে চিকিৎসাধীন খালেদা জিয়ার আশেপাশের কেবিনগুলো খালি করে দেওয়া হয়েছে। জানা গেছে, হৃৎপিণ্ড এবং ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।