বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

এভারকেয়ার হাসপাতালের কাছে হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন বৃহস্পতিবার

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক ওঠানামা (উড্ডয়ন ও অবতরণ) অনুষ্ঠিত হবে।
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)–এর প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এই কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, নিরাপত্তাজনিত প্রয়োজনীয়তা বিবেচনায় পরিচালিত এই হেলিকপ্টার পরীক্ষা সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি লিভার, কিডনি, হৃদ্‌যন্ত্র, ফুসফুস ও চোখের নানা জটিল রোগে ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বুকে সংক্রমণ শনাক্ত হওয়ায় তাকে সেখানে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা ক্রমে সংকটাপন্ন হয়ে পড়ে।
চিকিৎসকেরা জানান, জটিলতা কাটতে সময় লাগলেও তিনি চিকিৎসার প্রতিক্রিয়া দিচ্ছেন এবং ওষুধ কার্যকর হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ ঘোষণা করার পর এসএসএফ মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে তার নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করে।

এদিকে খালেদা জিয়াকে ভর্তি করার পর থেকেই হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে এক প্লাটুন হাসপাতালের গেটে দায়িত্ব পালন করছে,  আরেক প্লাটুন পুরো এলাকা ঘিরে টহল দিচ্ছে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top