মধ্যরাতেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রস্তুতি: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন যে, আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তাঁকে লন্ডনে নেওয়া হবে।
ডা. জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে জানান, কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স এই মুহূর্তে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। যাত্রাপথে তাঁর সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সঙ্গে থাকবে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির আশা প্রকাশ করে তিনি বলেন, 'তিনি সুস্থ হয়ে আবারও দেশে ফিরবেন—এটাই আমাদের প্রত্যাশা।' এর মধ্যে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল ঢাকায় এসে এভারকেয়ার হাসপাতালে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও হাসপাতালে তাঁর খোঁজ নিতে যান।
গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৭ নভেম্বর তাঁর অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে সিসিইউতে রাখা হয়। বর্তমানে তিনি দেশি-বিদেশি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য এর আগে গত জানুয়ারিতেও তিনি লন্ডন সফর করেছিলেন এবং প্রায় চার মাস সেখানে চিকিৎসা নিয়ে গত মে মাসে দেশে ফেরেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।