ফাঁকা ৩৬ আসনেও প্রার্থী দিল বিএনপি
ত্রয়োদশ নির্বাচন: ২৭৩ আসনে প্রার্থীর নাম জানাল বিএনপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন ঘোষিত প্রার্থীরা হলেন—ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন এবং গাজীপুর-১ আসনে মো. মজিবুর রহমান। এছাড়া টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪ আসনে মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ এবং কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলামকে প্রার্থী করা হয়েছে।
উত্তরবঙ্গ থেকে ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম এবং দিনাজপুর-৫ আসনে এ কে এম কামরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম এবং খুলনা-১ আসনে আমির এজাজ খানের নাম ঘোষণা করা হয়েছে।
সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, কুমিল্লা-২ আসনে মো. সেলিম ভূঁইয়া এবং চট্টগ্রাম-৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ানকে প্রার্থী করা হয়েছে।
সবমিলিয়ে এ পর্যন্ত বিএনপি মোট ২৭৩ আসনে তাদের প্রার্থী ঘোষণা করল। বিএনপি মহাসচিব জানিয়েছেন, বাকি ২৭ আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে। এই নির্বাচনের মাধ্যমে বিএনপি তাদের নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।